ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেকসুর খালাস সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক

প্রকাশিত: ০৭:১৭, ১ ডিসেম্বর ২০১৫

বেকসুর খালাস সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সৌদি-বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড এগ্রিকালচার ইনভেস্টমেন্টের (সাবিনকো) শেয়ার কেলেঙ্কারি মামলায় একমাত্র আসামি ও প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কুতুবউদ্দিন বেকসুর খালাস পেয়েছেন। সোমবার পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর এ রায় ঘোষণা করেন। এ সময় বিচারক বলেন, মামলার বাদী পক্ষ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন বলেন, বাদী জেরায় বলেছেন তিনি মামলা সম্পর্কে জানেন না। আর এ মামলা প্রধান বাদী বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক মিজানুর রহমানকে আদালতে উপস্থিত করা সম্ভব হয়নি। একইসঙ্গে আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। এদিকে ট্রাইব্যুনাল বেকসুর খালাস ঘোষণার পর কুতুবউদ্দিন কান্নায় ভেঙে পড়েন। এ সময় ট্রাইব্যুনাল বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী মাসুদ খান রানা ও আসামিপক্ষের আইনজীবী মোঃ বোরহান উদ্দিন ও এসএম আবুল কালাম উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত জুনে কার্যক্রম শুরু হওয়ার পর এটি ট্রাইব্যুনালের পঞ্চম রায়। এর মধ্যে দুটি মামলায় আসামিরা বেকসুর খালাস পেয়েছেন। এর আগে অক্টোবর মাসে প্লেসমেন্ট শেয়ার কেলেঙ্কারি মামলার আসামি সাত্তারুজ্জামান শামীম বেকসুর খালাস পেয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসামি কুতুবউদ্দিনের বিরুদ্ধে ২০০২ সালে নিম্ন আদালতে এ মামলা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মামলা দায়ের করেছিল। ২০১৫ সালের জুন মাসে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পর অন্যান্য মামলার সঙ্গে এ মামলাটিও ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। এ মামলার বাদী ও বিএসইসির পরিচালক মাহবুবে রহমান চৌধুরীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে ৫ অক্টোবর ট্রাইব্যুনালে এ মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এ মামলায় বাদী পক্ষে মোট ৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তারা হলেনÑ বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, পরিচালক মাহবুবে রহমান চৌধুরী, উপ-পরিচালক এ এস এম মাহমুদুল হাসান, সহকারী পরিচালক রকিবুর রহমান ও ডিএসইর সাবেক প্রধান অর্থকর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী। মামলায় মাহবুবে রহমান চৌধুরী ও শুভ্র কান্তি চৌধুরী নির্ধারিত সময়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেও অপর ৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়। তিন দফায় সময় নিয়েও সাক্ষ্য নির্ধারণ করতে ব্যর্থ হয় বিএসইসি। পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ ক্লোজ করে বিএসইসি। কিন্তু সাক্ষ্যগ্রহণ ক্লোজ করার পর নতুন ৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণে ট্রাইব্যুনালে আবেদন করে বিএসইসি। পরে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন এবং ২৪ নবেম্বর ৩ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। কিন্তু এসব সাক্ষীর সাক্ষ্য আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ২০০০ সালের জুন থেকে জুলাই পর্যন্ত সাবিনকোর ব্যবস্থাপনা পরিচালক ও কিছু কর্মকর্তা ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন ব্রোকারস হাউসে শেয়ার লেনদেন করতেন। একই দিনে বিভিন্ন ব্রোকারস হাউসে শেয়ার কিনতেন এবং একই শেয়ার অন্য ব্রোকারস হাউসের মাধ্যমে বিক্রয় করতেন। তিনি ব্যক্তিগত উদ্দেশ্যে সাবিনকোর ‘আনসিল’ ফান্ড ব্যবহার করে প্রতিষ্ঠানটির জন্য শেয়ার কিনতেন।
×