ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আন্তর্জাতিক লেখক সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ০৭:২০, ১ ডিসেম্বর ২০১৫

আন্তর্জাতিক লেখক সম্মেলন উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ ‘অন্ধকারের শক্তি কখনো আলোকে পরাভূত করতে পারবে না। সংস্কৃতি হলো তীব্র এক আলোক শক্তি যা উদ্ভাসিত করে দেশ ও জাতিকে। ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা সবসময় মানবতাকে গ্রাস করতে চায়। কিন্তু ইতিহাস বলে আলোককে কখনো অন্ধকার গ্রাস করতে পারে না। আলোর কাছে তাকে বার বার পরাজয় বরণ করতে হয়’Ñসোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বাংলাদেশ আন্তর্জাতিক লেখক সম্মেলন, কবিতার শান্তিযাত্রা ও কবিতামেলা’ উদ্বোধনের সময় এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ‘মানবিক সৌন্দর্যের জন্য কবিতা’ শীর্ষক প্রতিপাদ্যকে ধারণ করে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশ রাইটার্স ক্লাব ও কবিতাবাংলা। এ আয়োজনের আহ্বায়ক কবি ও প্রবন্ধকার কামরুল ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি কবি নুরুল হুদা। বাংলাদেশ ছাড়াও জার্মানি, ভারত, নেপাল, থাইল্যান্ড ও মেক্সিকোর কয়েকজন কবি ও লেখক এতে অংশগ্রহণ করেছেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী যে অস্থিরতা চলছে সে প্রেক্ষিতে এটি একটি সময়োচিত উদ্যোগ। এর মাধ্যমে আমরা সবাই শান্তির পক্ষে, কবিতার পক্ষে, মানবতার পক্ষে, সংস্কৃতির পক্ষে এমন আহ্বানই দিকে দিকে ছড়িয়ে যাবে। সবাই উপলব্ধি করবে কবিতার শক্তি যা মানবতা, উদারতা ও শান্তির কথা বলে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। কিন্তু যারা এদেশের স্বাধীনতা চায়নি তারা এখনও সক্রিয় আছে। তাই চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের সে শক্তির বিরুদ্ধে নানাভাবে লড়াই করতে হচ্ছে। এ ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকে যে কবিতার শান্তিযাত্রা শুরু হলো তাহলো আলোর দিকে যাত্রা, যা সাম্প্রদায়িক ও ধর্মান্ধ শক্তিকে পরাভূত করে শান্তির সুবাতাস প্রবাহিত করতে অবদান রাখবে।
×