ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোদি-নওয়াজ একান্ত আলোচনায়

প্রকাশিত: ১৮:৫২, ১ ডিসেম্বর ২০১৫

মোদি-নওয়াজ একান্ত আলোচনায়

অনলাইন ডেস্ক ॥ একান্ত আলোচনায় বসেছেন চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদ্বয়। দেখা হওয়ার পর পরই হাসিমুখে করমর্দন করেন তারা। এর পর কোনো কূটনীতিক বা প্রতিনিধি ছাড়াই বেশ কিছুক্ষণ একান্তে আলোচনা করেন দুই নেতা। ফ্রান্সের প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলনে এ ঘটনা ঘটে। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সিওপি-২১ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। সেখানে উভয়ের মাঝে দেখা হওয়ার পরই করমর্দন করে একান্তে কিছুক্ষণ আলাপ করেন তারা। নওয়াজ ও মোদি পাশাপাশি সোফায় বসে আলোচনা করেন। এ সময় তাদের সঙ্গে কেউ ছিলেন না। এক ছবিতে দেখা গেছে, মোদি কথা বলছেন আর নওয়াজ তা মনোযোগ দিয়ে শুনছেন। উভয়ের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে তা অবশ্য জানা যায়নি। তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, এটা কেবল সৌজন্য বিনিময় ছিল।
×