ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশাল বিভাগীয় পোস্ট অফিসে বরখাস্তকৃত পিয়নের দাপট

প্রকাশিত: ২০:৩০, ১ ডিসেম্বর ২০১৫

 বরিশাল বিভাগীয় পোস্ট অফিসে বরখাস্তকৃত পিয়নের দাপট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও কর্মকর্তা-কর্মচারীদের অন্যত্র বদলী এবং পদন্নতির কথা বলে মোটা অংকের টাকা আত্মসাতের ঘটনায় সিবিএ নেতা ও বরিশাল বিভাগীয় পোস্ট অফিসের পিয়ন কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হলেও তা শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে। উল্টো তার (কামাল) বিরুদ্ধে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দায়ের করা লিখিত অভিযোগকারী কর্মকর্তা-কর্মচারীদের সিবিএ’র উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত কামাল হোসেন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার করে আসছে। এ ব্যাপারে বরিশালের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ভারপ্রাপ্ত) মোহসিন উদ্দিন বলেন, স্থানীয় সংসদ সদস্যর অনুরোধে কামালের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে প্রশাসনিক মামলা চলমান রয়েছে। তিনি আরও বলেন, অভিযুক্ত কামাল হোসেনের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতি করে চাকরি নেয়ার বিষয়টিও তদন্তে প্রমাণিত হয়েছে। মহাপরিচালকের দফতর থেকে পিয়ন কামালের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
×