ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস পালন

প্রকাশিত: ২১:৩৮, ১ ডিসেম্বর ২০১৫

 দুর্গাপুরে বিশ্ব এইডস দিবস পালন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা)॥ নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ডিএসকে, ওয়াইডব্লিওসিএ, সাফ সহ অন্যান্য এনজিওদের সহযোগীতায় মঙ্গলবার বিশ্ব এইডস দিবস আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে। স্বাস্থ্য কপ্লেক্সের প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য প্রশাসক ডাঃ জয়ন্ত কুমার ঘোষ এর সভাপতিত্বে “ এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু নয়: একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব এই আমাদের অঙ্গীকার” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ রাফিউল ইসলাম তালুকদার রাফি, পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস, ডাঃ জয়ন্তি রাণী ধর, ইউবিআর প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুর রব পাটোয়ারী। জাতিসংঘ তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ৮ হাজার এইডস রোগী রয়েছে। কিন্তু বাংলাদেশের তথ্য অনুযায়ী এইডস রোগীর সংখ্যা প্রায় ২ হাজার। আলোচনা সভায় এইডস সমন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষ করে রক্ত দেওয়ার আগে, অবৈধ যৌন মিলন পরিহার করাসহ বিস্তারীত আলোচনা করা হয়।
×