ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে ৫৯ ভাগ কোম্পানির দর বেড়েছে

প্রকাশিত: ২৩:৩৭, ১ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে ৫৯ ভাগ কোম্পানির দর বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার উত্থানে শেষ হয়েছে লেনদেন। গত কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেনের পরিমান বাড়লেও কমেছে সিএসইতে। এদিন ডিএসইতে ৫৮ দশমিক ৮৮ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি টাকার শেয়ার। যা সোমবারের তুলনায় ২২ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৫৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৯টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুরু পরে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে-ইফাদ অটোস, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম স্টিলস লি:, কেডিএস অ্যাক্সেসরিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, সাইফ পাওয়ারটেক, কাশেম ড্রাইসেলস এবং আমান ফিড। একইসঙ্গে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : কেডিএস এক্সেসরিজ, বিএসআএম স্টিল, ইফাদ অটোস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, সিমটেক্স ইন্ড্রাস্টিজ, বে´িমকো ফার্মা ও সাইফ পাওয়ার।
×