ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাটোরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মিছিল

প্রকাশিত: ২৩:৪৬, ১ ডিসেম্বর ২০১৫

নাটোরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন ॥ জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মিছিল

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরে মুক্তিযোদ্ধা দিবস উদযাপন এবং জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ করেছে মুক্তিযোদ্ধারা। নাটোর জেলা এবং সদর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মঙ্গলবার সকালে শহরের ভবানীগঞ্জ মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কানাইখালি পুরাতন বাস টার্মিনালে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, সদর উপজেলা কমান্ডার নুরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মকছেদ আলীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক হত্যাযজ্ঞ চালিয়ে দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে দেশেকে জঙ্গী রাষ্ট্রে পরিনত করতে চায়। মহান মুক্তিযুদ্ধের সময় যে চক্রটি স্বাধীনতার বিরোধীরা করেছে তারা এখনও এদেশেই রয়েছে। বাংলার বুক থেকে তাদের নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা ।
×