ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে দশ দিন ব্যাপী “শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষকণ” শুরু

প্রকাশিত: ২৩:৫৪, ১ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে দশ দিন ব্যাপী “শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষকণ” শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জে প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশ দিন ব্যাপী “শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষকণ”র প্রথম কোর্স শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার মুক্তারপুস্থ রিসোর্স সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এডিসি (শিক্ষা ও আইসিটি) হারুনুর রশিদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ পরিচালক শাহ সূফী মো. আলী রেজা, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহম্মদ রকিবুল ইসলাম তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুন নাহার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর উম্মে কুলসুম লিপি, প্রশিক্ষণার্থী প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ ও প্রধান শিক্ষিকা রহিমা বেগম প্রমুখ। এই প্রশিক্ষণে ৩০টি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশ নিচ্ছেন। প্রধান অতিথির ভাষণে শিক্ষাক্রম বিস্তরণের উপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে জাতিকে এগিয়ে নেয়ার জন্য সর্বত্মক কাজ করতে হবে। দেশ প্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনা লালন করে ব্যক্তির চেয়ে দেশ ও জাতির সফলতাকে গুরুত্ব দিয়ে শিশুদের তৈরী করতে হবে।
×