ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে নদী রক্ষায় সভা

প্রকাশিত: ২৩:৫৫, ১ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জে নদী রক্ষায় সভা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ॥ মুন্সীগঞ্জে মঙ্গলবার নদী রক্ষা সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটির প্রথম এই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং নদী রক্ষা কমিশনের সার্বক্ষনিক সদস্য মো. আলাউদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কুদ্দুস আলী সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. শহিদুল্লাহ, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধি অংশ নেন। সভায় জেলার নদীগুলো সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত হয়। নদী দখল রোধ, পরিবেশ দূষণ রোধ, ইটিপি কার্যকর, নদী এবং খাল খনন ও খালগুলোকে চিহ্নিত করার জন্য পিলার স্থাপন, জলাধার সংরক্ষণে সমন্বিত প্রয়াসের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় শহর ও নগরগুলোর পয়ঃপ্রনালী নদীতে না ফেলে ট্রিটম্যান্ট প্ল্যান্ট স্থাপন প্রয়োজনীয়তা উল্লেখ করা হয় ।
×