ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য রাসায়নিক সারের দোকান বন্ধ

প্রকাশিত: ০০:০১, ১ ডিসেম্বর ২০১৫

নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য রাসায়নিক সারের দোকান বন্ধ

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী জেলার পাইকারী ও খুচরা সার ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। ব্যবসায়ীদের অভিযোগ রাসায়নিক সার সরকারীভাবে প্লাষ্টিকের বস্তায় সরবরাহ করা হলেও প্লাষ্টিক বস্তা ব্যবহারের অভিযোগে ব্যবসায়ীদের কাছ থেকে জড়িমানা আদায় করা হচ্ছে। সরকারের এ সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তারা সার কেনা বেচা বন্ধ রাখবেন। আজ মঙ্গলবার সকাল থেকে জেলা শহর সহ ৬ উপজেলার বিসিআই ও বিএডিসির অনুমোদিত ডিলার ও খুচরা সার ব্যবসায়ীরা তাদের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। ফলে রবি মৌসুমের বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকরা প্রয়োজনী সার ক্রয় করতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছে।।
×