ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত

প্রকাশিত: ০০:৪২, ১ ডিসেম্বর ২০১৫

নাটোরে বিশ্ব এইডস দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ ‘এইচআইভি সংক্রামক ও এইডস্ মৃত্যুঃ নয় একটিও আর- বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই, এই আমাদের অঙ্গীকার’ প্রতিবাদ্য নিয়ে নাটোরে বিশ্ব এইডস্ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা এইডস্ কমিটির উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মশিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন। কর্মসূচীতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মি, সরকারী কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
×