ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল: অসহায় আত্মসমর্পণ চট্টগ্রামের

প্রকাশিত: ০১:০২, ১ ডিসেম্বর ২০১৫

বিপিএল: অসহায় আত্মসমর্পণ চট্টগ্রামের

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সোমবার একপেশে ম্যাচে বরিশাল বুলসের কাছে ৩৩ রানের হার নিয়ে মাঠ ছেড়েছিল চিটাগাং ভাইকিংস। এবার ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে অসহায় আত্নসমর্পন করেছে তামিমের চট্টগ্রাম। স্বাগতিকদের দেওয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিব আল হাসানের রংপুর। মঙ্গলবার দুপুর ২ টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংস টস জিতে প্রথমে ব্যাট করতে নামে। দিলশানকে নিয়ে সূচনাটা ভালই করেছিলেন অধিনায়ক তামিম, কিন্তু দলীয় ৩৯ রানে দিলশানের বিদায়ের পর কার্যত ভেঙ্গে পড়ে চিটাগাংয়ের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট পতনে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ৩৬ রানের ইনিংসটি এসেছে তামিমের ব্যাট থেকে, দলের ধারাবাহিক ব্যর্থতার পরও যিনি টুর্নামেন্টে এখনো সর্বোচ্চ রান সংগ্রহকারী। এছাড়া কামরান আকমল ১২, এনামুল হক ১৪, নাইম ইসলাম ১৬ রানের ইনিংস খেলেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা রংপুর দলপতি সাকিব নিয়েছেন ২ টি উইকেট। এছাড়া স্পিনার আরাফাত সানিও নিয়েছেন সমান দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওপেনার সৌম্য সরকারের হার না মানা ৫৮ রানে ইনিংসের ১৭ ওভারেই ৯ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর। এছাড়া আরেক ওপেনার জহুরুল ইসলাম আউট হয়েছেন ৪৭ রানে। চিটাগাং এর হয়ে তার একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার সফিউল ইসলাম। এবারের আসরে এটি ছিল দুই দলেরই ষষ্ঠ ম্যাচ। এ নিয়ে ৬ ম্যাচের ৪টি জিতে রংপুরের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে চিটাগাং ভাইকিংস সমান ম্যাচে মাত্র একটিতে জিতেছে; ২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের একেবারে নিচের স্থানটিতে (ষষ্ঠ)। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচেও চট্টগ্রামকে শেষ বলে ২ উইকেটে হারিয়েছিল রংপুর। ঘরের মাঠে সেই বদলা নিতে গিয়ে এবার আত্নসমর্পনই করে বসল চিটাগাং!
×