ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে সোহাগের সন্ধান মেলেনি আড়াই মাসেও

প্রকাশিত: ০১:০৫, ১ ডিসেম্বর ২০১৫

শ্রীনগরে সোহাগের সন্ধান মেলেনি আড়াই মাসেও

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ আড়াই মাসেও সন্ধন মেলেনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের নিখোঁজ যুবক সোহাগ ফকিরের (২০)। সে ওই গ্রামের শহিদুল ফকিরের ছেলে। জানা যায়, উপজেলার বালাশুর বাজারে কাঠের দোকানে বাবাকে সহযোগিতা করত সোহাগ। গত ১৭ সেপ্টেম্বর একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে নিজের মোটরবাইক (ঢাকা মেট্রো ল ২১-২২৬২) নিয়ে ৩ বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়। সঙ্গীয় বন্ধুরা যার যার বাড়িতে ফিরে আসলেও আর বাড়ি ফেরা হয়নি সোহাগের। সেই থেকে নিজের মোটরবাইকসহ নিখোঁঁজ রয়েছে সোহাগ। শ্রীনগর থানা পুলিশের কাছে নিখোঁজ সোহাগের সন্ধান চেয়ে সঙ্গীয় বন্ধু বালাশুর গ্রামের অপু, সিয়াম ও সুমন শেখের বিরুদ্ধে পরিবারের পক্ষে অভিযোগ পত্র জমা দিলেও পুলিশ গোহাগের কোন সন্ধার দিতে পারেনি। পরে নিখোঁজ হওয়ার প্রায় ২ মাস পেরিয়ে যাওয়ার পর গত ৫ নভেম্বর মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন যুবকের বাবা শহিদুল ফকির। আদালত মামলাটি আমলে নিয়ে শ্রীনগর থানা পুলিশকে নিখোঁজ যুবককে উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও এখনও পর্যন্ত পুলিশ কোন ব্যবস্থা নিতে পারেনি। এ প্রসঙ্গে শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান জানান, সোহাগকে উদ্ধারে পুলিশ চেষ্টা চলছে। মামলাটি তদন্তে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
×