ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাঠ মাতাতে নামবেন আজ ‘বুমবুম’ আফ্রিদি

প্রকাশিত: ০৫:৫০, ২ ডিসেম্বর ২০১৫

মাঠ মাতাতে নামবেন আজ ‘বুমবুম’ আফ্রিদি

স্পোর্টস রিপোর্টার চট্টগ্রাম থেকে ॥ কথাতেই আছে, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) তৃতীয় আসরে ৬ দল খেলছে। যেহেতু ঘরোয়া লীগের খেলা, কোন আন্তর্জাতিক ম্যাচ নয়; তাই এখানে দেশের বিষয়টি আসছেই না। দল পর্যন্তই থাকতে হচ্ছে। আজ যেন চাইলেই ‘ব্যক্তির চেয়ে দল বড়’ সেই কথাটা পাল্টে ফেলা যায়। এমন এক ক্রিকেটার খেলতে নামবেন আজ যিনি কখনও কখনও দলেরও উর্ধে চলে যান। তার ‘নাম-ডাক-হাঁক’ যে দলকে গৌণ করে তাকেই মুখ্য বানিয়ে দেয়। সেই ক্রিকেটারটি হচ্ছেন পাকিস্তানের অলরাউন্ডার ‘বুম বুম’ খ্যাত শহীদ আফ্রিদি। সিলেট সুপার স্টারসের হয়ে খেলতে নামবেন এ ক্রিকেটার। সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের প্রতিপক্ষ ঘরের দল চিটাগাং ভাইকিংস। দুই দল ফিরতি লেগে মুখোমুখি হচ্ছে। প্রথম লেগে চিটাগাং জিতে। ১ রানে জয় তুলে নেয়। এবার সিলেটের প্রতিশোধ নেয়ার ম্যাচ এটি। একইদিন দুপুর ২টায় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। এ দুই দলেরও এটি ফিরতি লেগের ম্যাচ। প্রথম লেগে কুমিল্লা হারে। ৬ উইকেটে হার হয়। তাই এবার কুমিল্লারও প্রতিশোধ নেয়ার পালা। বিপিএলের এবারের আসরে পাঁচজন ক্রিকেটারের জন্য সবাই অপেক্ষায় ছিল। একজন কুমার সাঙ্গাকারা। যিনি বিপিএলের শুরু থেকেই খেলছেন। ঢাকা ডায়নামাইটসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন। আরেকজন তিলকারতেœ দিলশান। যিনি চিটাগাং ভাইকিংসের হয়ে টুর্নামেন্টের শুরু থেকেই খেলছেন। তবে জ্বলে উঠতে পারছেন না। তৃতীয়জন হচ্ছেন পাকিস্তানের শোয়েব মালিক। যিনি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০তেও দুর্দান্ত ব্যাটিং করেছেন। চতুর্থজন হচ্ছেন শহীদ আফ্রিদি। যার খেলা দেখার অপেক্ষায় অধীর আগ্রহ নিয়ে বসে আছেন ক্রিকেটপ্রেমীরা। তিনি মঙ্গলবারই বাংলাদেশে এসেছেন। বুধবার থেকেই টুর্নামেন্টে খেলা শুরু করবেন। আরেকজনের অপেক্ষা এখনও ফুরোচ্ছেইনা। তিনি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। টি২০ ক্রিকেটে এখন যিনি সবচেয়ে বড় বিজ্ঞাপন। যাকে টি২০র দানবীয় ব্যাটসম্যানও বলা হয়। গেইলকে অবশ্য চট্টগ্রামে দেখা যাবে না। তিনি ঢাকায় বরিশাল বুলসের হয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলবেন। এজন্য শুক্রবারই বাংলাদেশে আসবেন গেইল। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি২০ সিরিজ শেষ হয়েছে। ৩০ নবেম্বর তৃতীয় ম্যাচটি খেলেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন আফ্রিদি। সেই সঙ্গে পাকিস্তানের অন্য ক্রিকেটাররা, যারা বিপিএলে সুযোগ পেয়েছেন। কুমিল্লার শোয়েব মালিক ও আহমেদ শেহজাদও আজ খেলবেন। সিলেটের সোহেল তানভীরও নামবেন। চিটাগাং ভাইকিংসের উমর আকমল মঙ্গলবারই খেলতে নেমে গেছেন। ঢাকা ডায়নামাইটসের মোহাম্মদ ইরফানও খেলবেন। রংপুর রাইডার্সের ওয়াহাব রিয়াজ বৃহস্পতিবার খেলবেন। এরই মধ্যে বিপিএলে পাকিস্তানের দুই ক্রিকেটার রংপুর রাইডার্সের মিসবাহ উল হক ও চিটাগাং ভাইকিংসের সাঈদ আজমল খেলেছেন। চিটাগাংয়ের দুই ভাই কামরান ও উমর আকমলও খেলেছেন। এখন আফ্রিদির খেলতে নামার পালা। এ তারকার খেলা দেখার জন্য অপেক্ষায় আছেন সবাই। আজই বিপিএলের তৃতীয় আসরে তিনি খেলতে নামবেন।
×