ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহিলা টি২০ বিশ্বকাপ বাছাই

কুবরার বিধ্বংসী বোলিং, বাংলাদেশের টানা তৃতীয় জয়

প্রকাশিত: ০৫:৫৪, ২ ডিসেম্বর ২০১৫

কুবরার বিধ্বংসী বোলিং, বাংলাদেশের টানা তৃতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচেও বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে জাহানারা আলমের দল। মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৪১ রানে হারিয়ে মহিলা টি২০ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ চারে উঠেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ব্যাট করে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে জাহানারার দল ৭ উইকেটে ১০০ রান তুলে। জবাবে অফস্পিনার খাদিজা-তুল-কুবরার বিধ্বংসী বোলিংয়ে ১৯.৫ ওভারে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনির মহিলা ক্রিকেট দলের ইনিংস। বৃহস্পতিবার সেমিতে জিম্বাবুইয়ে মহিলা দলের মুখোমুখি হবেন জাহানারারা। টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশের মেয়েরা। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে ধুঁকতে থাকে জাহানারার দল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। চার নম্বরে ব্যাট করতে নেমে ফারজানা হক পিংকি একাই লড়াই করে যান। তিনি মাত্র ৩০ বলে ৩ চারে সর্বোচ্চ ২৮ রান করেন। শেষদিকে নিগার সুলতানার ১৪, ঋতু মণির ১২ বলে অপরাজিত ১৩ ও জাহানারার ৪ বলে ২ চারে অপরাজিত ১০ রানে ১০০ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভারের মধ্যে এ জন্য হারাতে হয়েছে ৭ উইকেট। পাপুয়া নিউগিনির পক্ষে ৩ ওভারে দুটি মেডেনসহ মাত্র দুই রান দিয়ে ২ উইকেট নেন কারি সিউরা। জবাব দিতে নামা পাপুয়া নিউগিনি সতর্কভাবেই ব্যাটিং করছিল। কিন্তু কুবরা ও রুমানা আহমেদ বোলিংয়ে আসার পরই ধস নামে তাদের ইনিংসে। বিশেষ করে কুবরার বিষাক্ত স্পিন আক্রমণে উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি পাপুয়া নিউগিনির ব্যাটাররা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। এছাড়া রুমানা ১৩ রানে দখল করেন তিনটি উইকেট। পাপুয়া নিউগিনির পক্ষে ওপেনার তানিয়া রুমা ১২ ও ভিরু ফ্র্যাঙ্ক সর্বোচ্চ অপরাজিত ১৩ রান করেন। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতেই মাত্র ৫৯ রানে গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি।
×