ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে পাড়ি দিল মৈত্রী মোটরকার র‌্যালি

প্রকাশিত: ১৮:২৪, ২ ডিসেম্বর ২০১৫

ভারতে পাড়ি দিল মৈত্রী মোটরকার র‌্যালি

অনলাইন রির্পোটার ॥ চার দেশের মৈত্রী মোটর শোভাযাত্রা ফ্রেন্ডশিপ মোটরকার র‌্যালি বেনাপোল চেকপোস্ট দিয়ে গতকাল মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিটে ভারতে প্রবেশ করেছে। রাত সাড়ে ৮টায় র‌্যালিটি বেনাপোল চেকপোস্টে এসে পৌঁছলে তাদের ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়। এই র‌্যালিতে ভারতের তিনজন মহিলাসহ ৫৯ জন, বাংলাদেশের ছয়জন, ভুটানের চারজন ও নেপালের চারজন রয়েছেন। এদের সঙ্গে কয়েকজন সাংবাদিকও রয়েছেন। উল্লেখ্য, ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী মোটর শোভাযাত্রার পথচলা শুরু হয়। এর পর ভারতের বিভিন্ন স্থান ঘুরে শনিবার দুপুরে বাংলাদেশের ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে মৈত্রী শোভাযাত্রা চট্টগ্রামে পৌঁছায়। সেখান থেকে ঢাকায় আসে। মঙ্গলবার রাতে কলকাতায় পৌঁছানোর পর বুধবার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে মোটরকার র‌্যালির সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানা গেছে।
×