ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্যারিসে আইএসের সদস্য সংগ্রহকারী সাতজনের বিচার শুরু

প্রকাশিত: ১৮:৪৬, ২ ডিসেম্বর ২০১৫

প্যারিসে আইএসের সদস্য সংগ্রহকারী সাতজনের  বিচার শুরু

অনলাইন ডেস্ক ॥ ইসলামিক স্টেটের (আইএস) জন্য যোদ্ধা সংগ্রহের অভিযোগে প্যারিসে সাত ব্যক্তির বিচার শুরু হয়েছে। সাতজনের মধ্যে সন্দেহভাজন একজনের বিচার তার অনুপস্থিতিতেই চলবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বর্তমানে সিরিয়ায় অবস্থান করছেন। সালিম বেঙ্গহালেম নামে পলাতক ওই ব্যক্তি আইএসের শীর্ষ পর্যায়ের বিদেশি যোদ্ধাদের একজন বলে মনে করা হয়। ১৩ নভেম্বর প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এ সংক্রান্ত এটাই প্রথম বিচারিক কার্যক্রম।
×