ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চলে গেলেন ওস্তাদ সাবরি খান

প্রকাশিত: ২১:২৪, ২ ডিসেম্বর ২০১৫

চলে গেলেন ওস্তাদ সাবরি খান

অনলাইন ডেস্ক ॥ ভারতের বর্ষীয়ান সারেঙ্গিবাদক ওস্তাদ সাবরি খান চলে গেলেন না ফেরার দেশে। ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণপ্রাপ্ত এই শিল্পী ৩০ নভেম্বর সোমবার রাতে মারা যান বলে জানিয়েছেন তার ছেলে কামাল। কামাল জানান, শ্বাস নিতে সমস্যা হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর। বৃহস্পতিবার ৩ ডিসেম্বর দাফন করা হবে এই বিখ্যাত শিল্পীকে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নাম ওস্তাদ সাবরি খান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অর্জন করেছেন নানা পুরস্কার ও স্বীকৃতি, যার মধ্যে রয়েছে পদ্মশ্রী, পদ্মভূষসহ সাহিত্যকলা পরিষদ পুরস্কার, ইউপি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, জাতীয় সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ইত্যাদি।
×