ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩১০ টন নিষিদ্ধ আর্ট পেপারসহ ১৫টি কন্টেইনার আটক

প্রকাশিত: ০০:৪৪, ২ ডিসেম্বর ২০১৫

৩১০ টন নিষিদ্ধ আর্ট পেপারসহ ১৫টি কন্টেইনার আটক

অর্থনৈতিক রিপোর্টার ॥ আমদানি নিষিদ্ধ ৩১০ টন আর্ট পেপারসহ ১৫টি কন্টেইনার চট্টগ্রাম বন্দরে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। বুধবার বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে কন্টেইনারগুলো আটক করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, নীলফামারীর উত্তরা ইপিজেড’র একটি প্রতিষ্ঠান চীন থেকে আর্ট পেপারগুলো আমদানি করে। এসব পণ্য আমদানির অনুমোদন না থাকায় তা আটক করা হয়। তিনি বলেন, কোয়েস্ট একসেসরিজ (বিডি) লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান বন্ড সুবিধার আওতায় বিভিন্ন আয়তনের ৩১০ টন আর্ট পেপার আনে, যার মূল্য প্রায় দুই কোটি টাকা। এক্ষেত্রে কোয়েস্ট একসেসরিজকে সহায়তা দেয় সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান ‘রয়েল টেকনোজোন’। প্রসঙ্গত, ২০০৮ সালে সরকার সব ধরনের আর্ট পেপার আমদানি নিষিদ্ধ করে।
×