ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধ মামলায় এটাই প্রথম অপরাধ স্বীকার : এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০০:৪৭, ২ ডিসেম্বর ২০১৫

যুদ্ধাপরাধ মামলায় এটাই প্রথম অপরাধ স্বীকার : এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার॥ আপীল বিভাগে এ পর্যন্ত ৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। কিন্ত কোন মামলায় জামায়াতের নেতৃবৃন্দ দোষ স্বীকার করেন নি। এই প্রথম জাময়াতের ইসলামীর শীর্ষ নেতা একাত্তরের কর্মকান্ডের জন্য অনুতপ্ত হ য়ে দোষ স্বীকার করলেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর আইনজীবী দোষ স্বীকার করে সাজা কমানোর আবেদন যুদ্ধাপরাধের মামলায় এটাই প্রথম বলে জানিয়েছেন এ্যাটর্নির্ জেনারেল মাহবুবে আলম। বুধবার আপীল আবেদনের শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।তিনি বলেন, আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নিজামী দোষ অস্বীকার করেছেন। কিন্তু ৭১ সালে ইসলামী ছাত্রসংঘের নেতা হিসেবে যে বক্তব্য দিয়েছিলেন তাতেই তার মৃত্যুদন্ড বহাল থাকা উচিত। আমরা আশা করি তার (নিজামীর) সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে।
×