ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ

প্রকাশিত: ০১:৪১, ২ ডিসেম্বর ২০১৫

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বিদায়ী সাক্ষাৎ

অনলাইন রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন গিবসন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের সুসর্ম্পকের কথা উল্লেখ করে বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধ চলাকালে যুক্তরাজ্যের জনগণ ও রাজনীতিকদের সহযোগিতার কথাও স্মরণ করেন শেখ হাসিনা। সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের জিরো টলারেন্সের কথাও তুলে ধরেন বাংলাদেশের সরকার প্রধান। সফলভাবে দায়িত্বপালন করায় বিদায়ী হাই কমিশনারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। দায়িত্বপালনকালে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রবার্ট গিবসন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।
×