ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নবেম্বরে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ডলার

প্রকাশিত: ০১:৪২, ২ ডিসেম্বর ২০১৫

নবেম্বরে প্রবাসী আয় এসেছে ১১৩ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ নভেম্বর মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১১৩ কোটি ৭৫ লাখ ডলার। যা গেল অর্থবছরের একই মাসের চেয়ে ৪ কোটি ৫৪ লাখ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ কম। গেল অর্থবছরের নভেম্বর মাসে দেশে রেমিট্যান্স আসে ১১৮ কোটি ২৯ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের অক্টোবর মাসের চেয়ে নভেম্বর মাসে রেমিট্যান্স বেড়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার বা ৩ দশমিক ৫৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের বুধবার প্রকাশিত প্রতিবেদনে প্রবাসী আয়ের এমন চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর এই পাঁচ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৬১৬ কোটি ৯৬ লাখ ডলার। যা গেল অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ কোটি ২৪ লঅখ ডলার বা দশমিক ৬৭ শতাংশ কম। গেল অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৬২১ কোটি ২০ লাখ ডলার। এদিকে, নভেম্বর মাসে বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭৭ কোটি ৭২ লাখ ডলার। সরকারি আট ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৬০ লাখ ডলার। আর বিদেশী নয় ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৪২ লাখ ডলার। বরাবরের মতো নভেম্বরেও সবচেয়ে বেশি ২৫ কোটি ৪৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে আরও দেখা যায়, গেল অর্থবছরের পুরো সময়ে দেশে রেমিট্যান্স আসে ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার। যা ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ১০৮ কোটি ৮৬ লাখ ডলার বা ৭ দশমিক ৬৫ শতাংশ বেশি। তবে দীর্ঘ এক যুগের বেশি সময় পর ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ঋণাতœক ধারায় নেমে গিয়েছিল। ওই অর্থবছরে প্রবাসী আয় কমেছিল ১ দশমিক ৬১ শতাংশ।
×