ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অতি শিগগিরই চালু হচ্ছে এমএনপি - তারানা হালিম

প্রকাশিত: ০১:৪৬, ২ ডিসেম্বর ২০১৫

অতি শিগগিরই চালু হচ্ছে এমএনপি - তারানা হালিম

অনলাইন রিপোর্টার ॥ মোবাইল ফোন নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলানোর সুযোগ (এমএনপি) অতি শিগগিরই চালু হতে যাচ্ছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বুধবার হোটেল সোনাগাঁও হোটেলে এক অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, আমাদের কাছ থেকে প্রধানমন্ত্রীর সম্মতির পর অর্থ মন্ত্রণালয়ের যে অনুমতি চাওয়া হয়েছে তাও দিয়ে দেওয়া হয়েছে। মোবাইল নম্বর পোর্টেবিলিটি সেবা চালুর বিষয়টি মোবাইল অপারেটরদের এখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়ে দেবে। এর আগে গত সেপ্টম্বরে এমএনপি নীতিমালায় অনুমোদন দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এমএনপি সুবিধা দিতে অপারেটরা গ্রাহকদের কাছ থেকে ৩০ টাকা নির্ধারণের বিষয়টিও অনুমোদন দিয়েছে অর্থমন্ত্রণালয়। আর বিটিআরসি গত মে মাসে জানিয়েছে, এমএনপি সুবিধা চালু করতে সংস্থাটি একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেবে। নম্বর না বদলে গ্রাহকদের অন্য অপারেটরে যাওয়ার সুযোগ করে দিতে ২০১৩ সালে জুনে মোবাইল ফোন অপারেটরদের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। বর্তমানে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে মোবাইল নম্বর পোর্টেবিলিটি পরিষেবা চালু রয়েছে।
×