ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমসের প্রথম পাতার নিবন্ধ সরিয়ে সাদা ছেপেছে থাইল্যান্ড

প্রকাশিত: ০৩:৫৭, ৩ ডিসেম্বর ২০১৫

ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমসের প্রথম পাতার নিবন্ধ সরিয়ে সাদা ছেপেছে থাইল্যান্ড

থাইল্যান্ডে সামরিক জান্তার শাসনে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়ে পড়ছে ক্রমেই। স্থবির থাই অর্থনীতির ওপর একটি সমালোচনামূলক নিবন্ধ পত্রিকার থাই সংস্করণের স্থানীয় মুদ্রাকর সরিয়ে ফেলেছেন ইন্টারন্যাশনাল নিউইয়র্ক টাইমস থেকে। প্রথম পৃষ্ঠায় লিখিত নিবন্ধটি সরিয়ে ফেলে সে স্থানটি খালি রাখার জন্য পত্রিকার থাই মুদ্রাকরকে দায়ী করেছে পত্রিকাটি। সামরিক জান্তা শাসিত দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে ‘সেলফ সেন্সরশিপ’ বৃদ্ধি পাচ্ছে। সেপ্টেম্বরে এ পত্রিকার থাই সংস্করণে দেশের অসুস্থ রাজার ওপর লিখিত একটি নিবন্ধের প্রকাশনা বন্ধ করে দেয়া হয় পত্রিকাটির মুদ্রাকরের মাধ্যমে। মঙ্গলবারের নিবন্ধটির শিরোনাম ছিল থাই ইকোনমি এ্যান্ড স্পিরিটস আর স্যাগিং। নিবন্ধে বলা হয়, এশিয়ায় দেশগুলোর মধ্যে থাইল্যান্ডের পরিবারগুলো সবচেয়ে বেশি ঋণগ্রস্ত। সেখানে ডাকাতি ও সম্পত্তি বিষয়ক অপরাধ এ বছর ৬০ শতাংশেরও বেশি বেড়ে গেছে। কিন্তু ক্ষমতাসীন জেনারেলরা রাজনীতিবিদদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে অনিচ্ছুক। নিবন্ধটিতে এক ফল ও সবজি বিক্রেতার উদ্ধৃতি দিয়ে বলা হয়, সেখানে কারও মুখে হাসি নেই। প্রথম পৃষ্ঠায় যেখানটায় খালি রাখা হয়েছে সেখানে এবং ষষ্ঠ পৃষ্ঠায় একটি বার্তা ছাপা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়েছে, সেখানকার নিবন্ধটি থাইল্যান্ডে আমাদের মুদ্রাকরের মাধ্যমে সরিয়ে ফেলা হয়েছে। -গার্ডিয়ান জার্মানিতে আবার মেইন ক্যাম্পফ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে আগামী মাসে প্রথমবারের মতো প্রকাশিত হচ্ছে এডলফ হিটলারের রাজনৈতিক ম্যানিফেস্টো ‘মেইন ক্যাম্পফ’। জার্মান ভাষার এর অর্থ ‘আমার সংগ্রাম’। মিউনিখের দি ইনস্টিটিউট অব কনটেম্পোরারি হিস্টোরি জানিয়েছে, প্রথমে চার হাজার বই ছাপানোর পরিকল্পনা করছেন। মাইন ক্যাম্পফ প্রথম প্রকাশিত হয় ১৯২৫ সালে। -বিবিসি মিসরীয় নারীর অনুকরণে নিউইয়র্কে অবস্থিত গণতন্ত্র ও মুক্তির প্রতীক স্ট্যাচু অব লিবার্টি ফরাসী ভাস্কর ফ্রেদেরিক অগাস্তি বার্থোলদি এক মিসরীয় নারী মূর্তির অনুকরণে নির্মাণ করেছেন বলে গবেষকরা জানান। বার্থোলদি ১৮৫৫-৫৬ সাল পর্যন্ত মিসর সফর করেন। ১৮৬৯ সালে তিনি ঢোলা জামা পরা, হাতে মশালসহ একটি বিরাট নারী মূর্তির ডিজাইন করেন। তিনি এর নাম দেন ‘মিসর এশিয়ার জন্য আলো নিয়ে এসেছে।’ এরপর ওই মূর্তির অনুকরণে ১৮৭০ সালে বার্থোলদি স্ট্যাচু অব লিবার্টি নির্মাণ করেন। -এএফপি
×