ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বন্ডের আওতায় আমদানি করা ১৫ কন্টেনার আর্ট পেপার আটক

প্রকাশিত: ০৪:৩৬, ৩ ডিসেম্বর ২০১৫

বন্ডের আওতায় আমদানি করা ১৫ কন্টেনার আর্ট পেপার আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পণ্য আমদানির ক্ষেত্রে চলছে শুল্কমুক্ত বন্ড সুবিধার যথেচ্ছ ব্যবহার। অসাধু অনেক আমদানিকারক শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে খোলাবাজারে যেমন বিক্রি করছেন, তেমনিভাবে বন্ডের আওতায় পড়ে না এমন পণ্যও আমদানি হচ্ছে দেদার। বুধবার এমনই একটি চালান চট্টগ্রাম বন্দরে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। খালাসকালে আটক করা হয় ১৫ কন্টেনারে ভর্তি ৩১০ মেট্রিক টন আর্ট পেপার। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন সাংবাদিকদের জানান, চালানটি আমদানি করে উত্তরা ইপিজেডের কুয়েস্ট এক্সেসরিজ বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এক্ষেত্রে বন্ড লাইসেন্স সুবিধা ব্যবহারের চেষ্টা করা হয়। কিন্তু বন্ডের আওতায় আর্ট পেপার আমদানি করা যায় না। ফলে চালানটি আটকে দেয়া হয়েছে। কাস্টমস সূত্রে জানা যায়, চীন থেকে ৩১০ মেট্রিক টন আর্ট পেপারের এ চালানটি ১৫টি কন্টেনারে আসে চট্টগ্রাম বন্দরে। খালাস নিতে সিএন্ডএফ প্রতিষ্ঠান রয়েল টেকনো জোন গত ২৮ নবেম্বর বিল অব এন্ট্রি দাখিল করে। এক্ষেত্রে বন্ড লাইসেন্সের অপব্যবহার হয়েছে। প্রায় ৩ কোটি টাকা মূল্যের আর্ট পেপারের চালানটি শুল্কমুক্ত সুবিধায় ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে আমদানিকারক প্রতিষ্ঠান। বুধবার চট্টগ্রাম বন্দরে এ চালান আটক করা হয়। এ ব্যাপারে কাস্টমস এ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চেয়ারম্যানের পদোন্নতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন গত ২৯-১১-২০১৫ইং তারিখ মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে পুনরায় বাপবিবোর্ডে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। মেজর জেনারেল মঈন উদ্দিন ১৯৬১ সালের ২ জানুয়ারি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার খুশিপুর গ্রামের এক সভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯৮৪ সালে বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী লাভ করে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৪ সনের ২০ ডিসেম্বর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন এবং এমআইএসটিতে ডিন হিসেবেও কাজ করেছেন। -বিজ্ঞপ্তি।
×