ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইএমএফের মুদ্রা ঝুড়িতে চীনের ইউয়ান

প্রকাশিত: ০৪:৩৭, ৩ ডিসেম্বর ২০১৫

আইএমএফের মুদ্রা ঝুড়িতে চীনের ইউয়ান

আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার দলে সংযুক্তির চূড়ান্ত টিকেট পেয়েছে ইউয়ান। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চীনের মুদ্রাটি নিজেদের মুদ্রা ঝুড়িতে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতিতে চীনের আধিপত্য নতুন মাত্রা পেল। সোমবার আইএমএফের পরিচালনা পর্ষদের বৈঠকে সংস্থার মুদ্রা ঝুড়ি স্পেশাল ড্রয়িং রাইটসে (এসডিআর) ইউয়ানকে অন্তর্ভুক্ত করার পক্ষে ভোট পড়ে। ফলে আগামী বছরের অক্টোবর থেকে আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলার, ইউরো, জাপানের ইয়েন ও ব্রিটিশ পাউন্ডের কাতারে দাঁড়াবে ইউয়ান। -অর্থনৈতিক রিপোর্টার দুই ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংক ও বেসরকারী ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক (বিবি)। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক শাহ আলমকে কৃষি ব্যাংক থেকে সরিয়ে ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক ইস্কান্দার মির্জাকে কৃষি ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি উভয় ব্যাংকের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×