ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে বিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:৩৯, ৩ ডিসেম্বর ২০১৫

ইউজিসিতে বিদায় অনুষ্ঠান

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদ্য বিদায়ী সদস্য প্রফেসর ড. মোহাব্বত খান, প্রফেসর ড. আবুল হাশেম ও প্রফেসর ড. আখতার হোসেনের বিদায় অনুষ্ঠান মঙ্গলবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউজিসি অফিসার্স এ্যাসোসিয়েশন এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. ইউসুফ আলী মোল্লা এবং প্রফেসর ড. দিল আফরোজা বেগম। ইউজিসি অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি ফেনীতে জাসদের সম্মেলন সম্প্রতি ফেনীর মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফি উদ্দিন আহমেদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাসদগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, জনসংযোগ সম্পাদক মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদ স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম। -বিজ্ঞপ্তি প্রথাগত ব্যবস্থা থেকে বের হতে হবে ॥ এআইজি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ‘কমিউনিটি কনসালটেশন অন ভিকটিম সাপোর্ট সেন্টার’ শীর্ষক আলোচনাসভা বুধবার সকালে মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। পুলিশ সংস্কার কর্মসূচীর (পিআরপি) সহযোগিতায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এ সভা আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এআইজিপি) মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় এআইজিপি বলেছেন, জনগণ গতানুগতিক পুলিশী সেবার বাইরে আরও কিছু আশা করে। মানুষের চাহিদা বিবেচনায় নিয়ে প্রথাগত পুলিশী ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। এটা করতে না পারলে পুলিশের জায়গায় অন্য কেউ এসে হয়ত কাজগুলো করবে। এটা পুলিশের জন্য সুখকর হবে না। আশুগঞ্জ থেকে সার সরবরাহ শুরু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ প্রশাসনের সঙ্গে সমঝোতার পর বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে বিক্রয় শুরু করেছে ডিলাররা। মঙ্গলবার প্লাস্টিকের পরিবর্তে পাটের বস্তায় সার প্যাকেট জাতের সরকারী সিদ্ধান্ত প্রত্যাহারে দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা থেকে ৭ জেলায় সার উত্তোলন ও কৃষক পর্যায়ে সার বিক্রয় বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। এতে আশুগঞ্জ সার কারখানার কমান্ড এরিয়াভুক্ত ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলায় ৭৪৮ ডিলার তাদের সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে। বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর সিদ্ধান্তের অংশ হিসেবে সার সমিতির নেতৃবৃন্দ সার উত্তোলন ও বিক্রি বন্ধ রাখে।
×