ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মাধ্যমিক স্কুলে এসএমএস ও অনলাইনে ভর্তি শুরু

প্রকাশিত: ০৫:৫০, ৩ ডিসেম্বর ২০১৫

মাধ্যমিক স্কুলে এসএমএস ও অনলাইনে ভর্তি শুরু

গত ১ ডিসেম্বর সকালে ধানম-ি গভঃ বয়েজ হাই স্কুলে টেলিটকের কারিগরি সহায়তায় ঢাকা-মহানগরীসহ দেশের সকল বিভাগীয় (চট্টগ্রাম মহানগর ব্যতীত) ও জেলা সদরে অবস্থিত সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৬ শিক্ষাবর্ষে এসএমএস ও অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম এমপি। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীগণ যঃঃঢ়://মংধ.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও ঝগঝ এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র ঝঁনসরঃ করে প্রথমে টংবৎ ওউ পাবেন এবং প্রাপ্ত টংবৎ ওউ ব্যবহার করে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর হতে ঝগঝ এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। প্রতিটি আবেদনের জন্য মোবাইল ফোনের ব্যালেন্স হতে ১৫০ টাকা ফি হিসেবে কেটে নেয়া হবে। ঝগঝ এর মাধ্যমে আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি -প্রথম ঝগঝ এই ফরমেটে : এঝঅ<ংঢ়ধপব>টংবৎ ওউ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে। ফিরতি ঝগঝ এ শিক্ষার্থীর নামসহ একটি চওঘ নম্বর পাওয়া যাবে, যা ব্যবহার করে দ্বিতীয় ঝগঝ করতে হবে। দ্বিতীয় ঝগঝ এই ফরমেটে: এঝঅ<ংঢ়ধপব>ণবং<ংঢ়ধপব>চওঘ লিখে ১৬২২২ নম্বরে ঝবহফ করতে হবে। অনলাইনে আবেদন পূরণ এবং ঝগঝ এর মাধ্যমে আবেদন ফি জমা প্রদান ০১/১২/২০১৫ খ্রিঃ তারিখে শুরু হয়েছে এবং তা ১৩/১২/২০১৫ খ্রিঃ তারিখ পর্যন্ত চলবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের ৪৮ ঘণ্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে। -বিজ্ঞপ্তি বাত রোগ বিষয়ে সচেতনতামূলক সেমিনার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম গত শুক্রবার অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস রোগে আক্রান্ত ১২০ রোগীকে নিয়ে সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেন। এ সময় তিনি অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস এবং রোগের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ওষুধ ও এর ভবিষ্যত সম্পর্কে রোগীদের সঙ্গে বিশদভাবে আলোচনা করেন। -বিজ্ঞপ্তি
×