ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণপরিবহনে ধূমপান বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া হবে ॥ ও. কাদের

প্রকাশিত: ০৫:৫০, ৩ ডিসেম্বর ২০১৫

গণপরিবহনে ধূমপান বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া হবে ॥ ও. কাদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনে ধূমপান বন্ধে বিশেষ উদ্যোগ নেয়া হবে। একদিকে তামাক নিয়ন্ত্রণ আইনের যেমন কঠোর বাস্তবায়ন দরকার, অন্যদিকে তেমনি জনসচেতনতা সৃষ্টি করতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে তামাকবিরোধী নারী জোটের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের তামাকবিরোধী আইন থাকলেও এর বাস্তবায়ন নেই। এ বিষয়ে গণমাধ্যমসহ সবাইকে এগিয়ে আসতে হবে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) এবং নারীগ্রন্থ প্রবর্তনা যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের। সানসিল্ক সৌন্দর্য কথায় মেহজাবিন সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান ‘সানসিল্ক সৌন্দর্য কথা’র এবারের অতিথি অভিনেত্রী এবং মডেল মেহজাবিন। এই পর্বটি সাজানো হয়েছে সমসাময়িক শীতের পোশাক ও শীতের পার্টি ফ্যাশন নিয়ে। কিছু আকর্ষণীয় চুলের ফ্যাশন ও বিউটি পার্লার নিয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। পাশাপাশি মেকআপ ও খাবারদাবারসহ নানা বিষয়ে কথা হবে মেহজাবিনের সঙ্গে। -বিজ্ঞপ্তি ইসিমোডের চেয়ারপার্সন নববিক্রম কিশোর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা-নেপালভিত্তিক সমন্বিত পর্বত উন্নয়নের আন্তর্জাতিক সংস্থার (ইসিমোড) ২০১৬ সালের জন্য বোর্ড অব গভর্নর্সের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন। গত সোমবার চীনের কুইমিং শহরে অনুষ্ঠিত ইসিমোডের ৪৬তম সভায় সর্বসম্মতক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তিনি ওই বোর্ড অব গবর্নর্সের সদস্য হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি ১৯৮২ সালের পুলিশ ক্যাডারের একজন নিয়মিত সদস্য। -বিজ্ঞপ্তি
×