ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সমালোচিত এ্যামি স্কুমার

প্রকাশিত: ০৭:১১, ৩ ডিসেম্বর ২০১৫

সমালোচিত এ্যামি স্কুমার

সংস্কৃতি ডেস্ক ॥ বাইরের সৌন্দর্য নয়, মানুষ হিসেবে আপনি কেমন সেটাই আসল। এমনটাই মনে করে অনেকেই। তাই তো নিজেকে মেলে ধরে বসনহীন। তেমনি একজন মানুষ এ্যামি স্কুমার। পেশায় তিনি আমেরিকান স্ট্যান্ড আপ কমেডিয়ান। আবার অভিনয় বা লেখার সঙ্গেও যুক্ত তিনি। কিন্তু নগ্নতা? না, এ বিষয়ে কখনও চর্চা করেননি এ্যামি স্কুমার। তবে সম্প্রতি তাঁর একটি অর্ধনগ্ন ছবি নিয়ে তুমুল চর্চা হচ্ছে সোশাল মিডিয়ায়। টুইটারে এ্যামির শেয়ার করা সে ছবি এখন ভাইরাল। পেরেলি ক্যালেন্ডারের জন্য টপলেস হয়েছেন তিনি। প্রখ্যাত ফটোগ্রাফার এ্যানি লেইবোভিজের জন। কী আছে সেই ছবিতে? দেখা যাচ্ছে, একটা টুলের ওপর বসে রয়েছেন এ্যামি। নগ্ন পিঠে ছড়ানো চুল। হাতে একটা কাপ ধরা রয়েছে। হাই হিলের ফ্যাশনে রয়েছে উদ্ধত ভঙ্গি। এ্যামির চেহারা তথাকথিতভাবে আকর্ষণীয় নয়। পেটে জমা চর্বিরও আভাসও দেখা যাচ্ছে ক্যামেরায়। তবুও তিনি নিজেকে সুন্দর বলেই মনে করেন। আর এটাই তার এই ছবি শেয়ার করার রহস্য। ছবির ক্যাপশনে পৃথিবীর সুন্দর, অসুন্দর, রোগা, মোটা, সেক্সি সব মহিলাকেই ধন্যবাদ দিয়েছেন এ্যামি। নিজের এই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। খান আতা স্মরণে মিউজিক স্টেশন সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত খান আতাউর রহমান। যিনি খান আতা নামে বহুল পরিচিত, ছিলেন একজন চলচ্চিত্র অভিনেতা, চিত্রনাট্য লেখক, কাহিনীকার, গীতিকার, সুরকার, গায়ক, সঙ্গীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরটিভিতে প্রচার হবে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনসার্ট বিশেষ ‘মিউজিক স্টেশন’। অনুষ্ঠানে এ গুণীজনকে স্মরণ করে গাইবেন শিল্পী বাদশা বুলবুল ও মৌটুসী পার্থ। শাহ আমীর খসরুর প্রযোজনায় মিউজিক স্টেশন অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ১১-২০ মিনিটে আরটিভিতে।
×