ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

২ হাজার ২৯২ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্পের ক্রয়প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ০৭:২০, ৩ ডিসেম্বর ২০১৫

২ হাজার ২৯২ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্পের ক্রয়প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিনিধি ॥ রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ ও স্থাপনাসহ মোট ১২টি প্রকল্পের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারী ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ জন্য মোট ব্যয় হবে ২ হাজার ২৯২ কোটি টাকা। পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘আমদানি নীতি আদেশ ২০১৫-১৮’-এর নীতিগত অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সভাকক্ষে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। সচিবালয়ের বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী সাংবাদিকদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ান ফেডারেশন এটমস্ট্রয় এক্সপোর্টের সঙ্গে তৃতীয় চুক্তির এডিশনাল এগ্রিমেন্ট নম্বর-২ সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে প্রায় ১ হাজার ৪৮২ কোটি টাকা (১৯ কোটি ডলার)। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় একক উৎস হিসেবে রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয় এক্সপোর্ট হতে চতুর্থ চুক্তির মাধ্যমে সম্পাদিতব্য সেবা বা কার্যাদি ক্রয় ও চুক্তি সম্পাদনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ জন্য ব্যয় হবে প্রায় ৩৬০ কোটি টাকা। তিনি বলেন, এছাড়া গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক বাস্তবায়নাধীন ‘মহেশখালী, আনোয়ারা গ্যাস সঞ্চালনে পাইপলাইন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের জন্য পাইপলাইন নির্মাণ সংশ্লিষ্ট বিবিধ ফিটিংস (বাট ওয়েল্ড ফিটিং) ক্রয় এবং ৮৯ দশমিক ৩৬৫ (রিভার ক্রসিং ব্যতীত) কিলোমিটার পাইপলাইন নির্মাণের লক্ষ্যে সর্বনিম্ন দরদাতার আর্থিক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১৬৩ কোটি ৪৬ লাখ টাকা। মাকসুদুর রহমান বলেন, এডিসান-পাওয়ার পয়েন্ট ও হাওর বাংলা-কোরিয়া গ্রীন এনার্জি লিমিটেড কর্তৃক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় ৩২ মেগাওয়াট পিক সোলার পার্ক স্থাপনের দর প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এ প্রকল্পের মেয়াদ ২০ বছর। এতে প্রতি কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১৭ সেন্ট। একই সঙ্গে হিটাট-ডাইট্রোলিক-আইএফডিসি সোলার কনসরট্রিউম কর্তৃক ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সুতিয়াখালীর ভাংনামারি মৌজায় ৫০ মেগাওয়াট (এসি) সোলার পার্ক স্থাপনের দর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পটিও ২০ বছর মেয়াদের। এতে প্রতি কিলোওয়াট ঘণ্টা ট্যারিফ নির্ধারণ করা হয়েছে ১৭ সেন্ট। অতিরিক্ত সচিব বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুত বিতরণ সিস্টেমের ক্ষমতাবর্ধন (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পের প্যাকেজের পরামর্শক সেবা ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৭ কোটি ৭০ লাখ টাকা। আমেরিকা ভিত্তিক ‘এনআরইসিএ ইন্টারন্যাশনাল লিমিটেড’ পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে। এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ১৮ লাখ গ্রাহক সংযোগ’ প্রকল্পের আওতায় সিঙ্গেল ফেজ ইলেক্ট্রোনিক মিটারের সংশোধিত ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫১ কোটি ৩৭ লাখ টাকা। বাংলাদেশের ‘মেসার্স টেকনো ইলেকট্রিসিটি’ প্রকল্পের কাজ পেয়েছে। আর বাংলাদেশ পল্লী বিদ্যুত উন্নয়ন বোর্ডের অধীন তিনটি প্রকল্পের পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন হয়েছে। এতে ব্যয় হবে ৩৩ কোটি ৭২ লাখ টাকা। বেলজিয়াম ও যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ পেয়েছে।
×