ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘বিশ্বের নেতৃস্থানীয় শত চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা, প্রবাসীদের অভিনন্দন

প্রকাশিত: ১৮:৪০, ৩ ডিসেম্বর ২০১৫

‘বিশ্বের নেতৃস্থানীয় শত চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা, প্রবাসীদের অভিনন্দন

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের এক বিবৃতিতে বলা হয়, “এ স্বীকৃতির মধ্য দিয়ে মানবতার কল্যাণে শেখ হাসিনার বিশ্ব খ্যাতি অর্জিত হলো এবং তা প্রতিটি বাঙালির জন্য পরম অহংকারের।” জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য ১০০ চিন্তাবিদের এই তালিকায় ‘ডিসিশন মেকার্স’ ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই ক্যাটাগরিতে এ বছর শেখ হাসিনার সঙ্গে আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গুরিব-ফাকিম। এছাড়া বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা ও স্বপ্নদ্রষ্টাদের নামও এতে স্থান পায়।
×