ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘একাত্তরের ক্ষুদিরাম’ পেল ভারতীয় পুরস্কার

প্রকাশিত: ১৯:০৯, ৩ ডিসেম্বর ২০১৫

‘একাত্তরের ক্ষুদিরাম’ পেল ভারতীয় পুরস্কার

অনলাইন রির্পোটার ॥ ভারতের কর্ণাটক প্রদেশের ম্যাঙ্গালোরা শহরে গত ২২ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসব ‘চিলড্রেন্স ইন্ডিয়া’ তে বাংলাদেশের মান্নান হীরা পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘একাত্তরের ক্ষুদিরাম’ ‘বেস্ট জুরি এওয়ার্ড’ পুরস্কার অর্জন করেছে। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রে শহীদ ক্ষুদিরাম নাটক দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি জেলা শহরের কয়েকজন স্কুল বালক-বালিকা মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য প্রকাশ করে। পরাধীন দেশকে শত্রুমুক্ত করতে ক্ষুদিরামের মতো বোমার আঘাতে নিশ্চিহ্ন করে পাকিস্তানী মেজরের গাড়ির বহর। ১৯০৮ সালে ক্ষুদিরামের ফাঁসি হয়, কিন্তু এ চলচ্চিত্রে বালকের দল জয়ী হয় এবং ঘোষণা করে- ‘আমরা একাত্তরের ক্ষুদিরাম’। সিনেমা প্রসঙ্গে নির্মাতা মান্নান হীরা বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধে নানা বয়সের মানুষ অংশগ্রহণ করেছিল— তারই প্রতিফলন রয়েছে এ চলচ্চিত্রে। এতে আছে গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। এখানে দর্শক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের ক্ষুদিরামকে খুঁজে পাবে।’ গত বছরের ৭ ডিসেম্বর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পায় ‘একাত্তরের ক্ষুদিরাম’। একই মাসে সিনেমাটি মুক্তি পায়। চলচ্চিত্রটিতে অভিনয় করছেন— মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুনসি মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ।
×