ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

পুলিশ বাহিনীর আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে : আইজিপি

প্রকাশিত: ২১:২৮, ৩ ডিসেম্বর ২০১৫

পুলিশ বাহিনীর আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে : আইজিপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। সরকার ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে আরো পঞ্চাশ হাজার জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পদক্ষেপ পুলিশের সক্ষমতা ও কাজের গতিশীলতাকে বাড়াবে। তিনি বলেন, নাশকতা ও সন্ত্রাসী হামলায় যে সকল পুলিশ আহত ও নিহত হয়েছেন সে সব মামলার অধিকাংশ তদন্ত শেষ করে ইতিমধ্যে চার্জশিট দেয়া হয়েছে। বিদেশী হত্যাসহ ঢাকার গাবতলি এলাকায় পুলিশ হত্যার ঘটনা পুলিশ বিচক্ষণতার সঙ্গে দেখছে। বৃহস্পতিবার রাজশাহীর সারদায় পুলিশ একাডেমীতে অনুষ্ঠিত শিক্ষানবিশ সার্জেন্ট/২০১৫ ব্যাচের ৬ মাস ব্যাপী প্রশিক্ষনের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। এর আগে সকাল ৯ টার দিকে একাডেমীর প্যারেড গ্রাউন্ডে আইজিপি শহীদুল হক খোলাজিপে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহন করেন। ৬ মাস ব্যাপী মৌলিক প্রশিক্ষনে ২৮ জন নারী সার্জেন্টসহ ৬১৯ জন শিক্ষানবিস সার্জেন্ট অংশ গ্রহন করেন।
×