ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ান গুপ্তচরের শিরশ্ছেদ

প্রকাশিত: ২১:৩২, ৩ ডিসেম্বর ২০১৫

রাশিয়ান গুপ্তচরের শিরশ্ছেদ

অনলাইন ডেস্ক ॥ গুপ্তচরবৃত্তির অভিযোগে এক রাশিয়ান নাগরিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট (আইএস)। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরশ্ছেদের এই ভিডিও প্রকাশ করে তারা। খবর জাপান টাইমসের। সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় চালানো রাশিয়ার বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করেছে আইএস। সিরিয়ার রাকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, কমলা রংয়ের জামা পরা, হাঁটু গেড়ে নদীর ধারে বসা একজন লোকের পেছনে মুখোশহীন অবস্থায় ছুরি হাতে এক আইএস সদস্য শিরশ্ছেদের প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। আইএসের মিডিয়া অফিস থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই ভিডিওটির শিরোনামে রাশিয়াকে উদ্দেশ করে বলা হয়েছে, ‘এটি দেখে তোমরা অবশ্যই শিক্ষা নেবে এবং হতাশ হবে।’ ভিডিওটিতে বন্দী নিজেকে চেচেন বংশোদ্ভূত রুশ নাগরিক বলে দাবি করেন। তার নাম ‘মাগোমেদ কাশিয়েভ’ বলেও জানান তিনি।
×