ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব ধরনের কাঁচা পাট রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

প্রকাশিত: ২১:৫৫, ৩ ডিসেম্বর ২০১৫

সব ধরনের কাঁচা পাট রফতানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক আদেশ জারি করে এই নিষেধাজ্ঞা দিয়েছে। আদেশে বলা হয়, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কাচাঁপাট রফতানি বন্ধ রাখা হল। এর আগে ৩ নবেম্বর থেকে এক মাস কাঁচা পাট রফতানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল সরকার।
×