ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ৬শ কোটি টাকা ছাড়ালো

প্রকাশিত: ২২:৫০, ৩ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে লেনদেন ৬শ কোটি টাকা ছাড়ালো

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০০ কোটি টাকার বেশী লেনদেন হয়েছে। বৃহস্পতিবার দিনশেষে লেনদেন স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ৬০৪ কোটি ৪৫ লাখ টাকা। সাড়ে ৩ মাসের মধ্যে এটি ডিএসইর সর্বোচ্চ লেনদেন। এর আগে ১৭ আগস্ট সর্বোচ্চ ৬১০ কোটি ৪৮ লাখ টাকা লেনদেন হয়েছিল। বুধবারের তুলনায় ডিএসসইতে লেনদেন বেড়েছে ৫৭ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন বাড়ার এ হার প্রায় ১০.২৫ শতাংশ। ডিএসইতে বাড়লেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ কমেছে। বুধবারের তুলনায় ৫ কোটি টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার দিনশেষে লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকা। অপরদিকে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে উভয় বাজারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.৫২ পয়েন্ট বেড়ে দিনশেষে ৪ হাজার ৬৪১.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ ইনডেক্স ৮.৮৮ পয়েন্ট বেড়ে ১১২৪.২৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৫.০৬ পয়েন্ট বেড়ে ১৭৭২.২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির দর। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল খুলনা পাওয়ার কোম্পিানি। দিনশেষে কোম্পানিটির ২৪ কোটি ৫০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৬ লাখ ৫৭ হাজার টাকা। ২২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে : লাফার্জ সুরমা, কেডিএস এক্সেসরিজ, আফতাব অটো, মবিল যমুনা, ডেল্টা লাইফ, স্কয়ার ফার্মা, সাইফ পাওয়ারটেক। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৫৫.০৯ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৬৫১.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। সেখানে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
×