ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে অবৈধ ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

প্রকাশিত: ২৩:৪৭, ৩ ডিসেম্বর ২০১৫

বরিশালে অবৈধ ইটভাটা বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত শাওন ব্রিকস নামে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এর কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, ওইদিন দুপুরের এ অভিযানের সময় ১৮ লাখ ইট ধ্বংষ, ৬০ মণ জ্বালানি কাঠ জব্দ ও নগদ ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সুকুমার বিশ্বাসের স্বাক্ষরিত প্রেরিত বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, কোন অনুমতি না নিয়েই ২০০৫ সাল থেকে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটাটি তার কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য অসংখ্যবার নির্দেশ দেয়া হলেও তা আমলে না নিয়ে কার্যক্রম অব্যাহত রাখে ভাটার মালিক রাইভিউল কবির স্বপন। ফলশ্রুতিতে বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কল্যান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইটভাটার কার্যক্রম পুরোটা বন্ধ করা হয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা ১৮ লাখ ইট ধ্বংষ, ৬০ মণ জ্বালানী কাঠ জব্দ এবং ভাটার মধ্যে অবস্থিত স’মিলের কার্যক্রম বন্ধ করে দেয়। একইসময় ভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করে তা নগদ আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা, আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
×