ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্যে গম ক্রয়ে ঠাকুরগাঁওয়ে গণশুনাণী

প্রকাশিত: ২৩:৪৮, ৩ ডিসেম্বর ২০১৫

কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্যে গম ক্রয়ে ঠাকুরগাঁওয়ে গণশুনাণী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ সরকারিভাবে তৃণমূল পর্যায়ের সকল কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্যে গম ক্রয়ের লক্ষ্যে বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে গণশুনাণী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাদ্য নিরাপত্তা সুশাসন প্রকল্প আরডিআরএস বাংলাদেশ এর সহযোগীতা ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন ফেডারশন চত্বরে এ গণশুনাণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন, সদর উপজেলার কৃষি কর্মকর্তা কর্মকর্তা আনিছুর রহমান, আরডিআরএস এর সমন্বয়ক জিয়াউল ইসলাম, ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্প ব্যবস্থাপক মাহফুজ আলম ও ফুড সিকিউরিটি গভার্নেন্স প্রকল্পের কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমানসহ স্থানীয় কৃষকগণ বক্তব্য রাখেন। এসময় ওই ইউনিয়নের কৃষকরা অভিযোগ করে বলেন, গম কাটা মাড়াই শেষ হওয়ার পর সরকারিভাবে গম ক্রয় শুরু হলেও কৃষকরা ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হয়। তাই আগামী মৌসুমে সঠিক সময়ে সরকারিভাবে তৃণমূল পর্যায়ের সকল কৃষকদের কাছ থেকে ন্যায্য মুল্যে গম ক্রয় করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান। গন শুনানীতে স্থানীয় ২ শতাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন।
×