ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

প্রকাশিত: ২৩:৫৪, ৩ ডিসেম্বর ২০১৫

সুন্দরগঞ্জে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সুন্দরগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। মাঠে ময়দানে এখন সরিষা ফুলের হলুদ রঙ্গের চোখ ধাঁধাঁনো বর্নালী সমারোহ। মৌমাছির গুণগুণ শব্দে ফুলের রেনু থেকে মধু সংগ্রহ অপরূপ প্রকৃতির দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধ এক মুহুর্ত। গত বন্যার কারণে উপজেলার রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হলেও দ্রুত বন্যার পানি নেমে যাওয়ায় বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা মাঠে মাঠে রবি শস্যের আগাম চাষ করেছেন। সরকার কৃষকদের মাঝে কৃষি উপকরণ, সার, বীজ বিনামূল্যে যথাসময়ে বিতরণ করায় এলাকার অসহায় কৃষকদের পক্ষে আগাম জাতের সরিষা বপন করা সম্ভব হয়েছে। চলতি রবি মৌসুমে কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হানা না দেওয়ায় এবং সরিষা চাষের পরিবেশ অনুকূলে থাকায় বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। গ্রামীণ জনপদের কৃষকরা এই সরিষা যথা সময়ে ঘরে তুলতে পারলে এবং বিক্রয় মূল্য ভালো পেলে বন্যার কারণে রোপা-আমন ধানের ক্ষতি পুষিয়ে ইরি-বোরো ধান চাষে আগ্রহী হবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তারা মনে করছেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ পৌর এলাকায় ৩ হাজার ১শ ৫০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এ বছর প্রায় ৯ হাজার বিঘা জমিতে সরিষার চাষ করা হয়েছে।
×