ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌন নির্যাতন ॥ ইউনাইটেডের বিরুদ্ধে হাইকোর্টের রুল

প্রকাশিত: ২৩:৫৯, ৩ ডিসেম্বর ২০১৫

যৌন নির্যাতন ॥ ইউনাইটেডের বিরুদ্ধে হাইকোর্টের রুল

অনলাইন ডেস্ক ॥ এক রোগীকে যৌন নির্যাতনের ঘটনায় রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে ওই ঘটনায় জড়িত হাসপাতালের স্টাফ নার্স সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ৭ ডিসেম্বর আদালতে হাজির করতে গুলশান পুলিশের সহকারী কমিশনার (এসি) ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। সাইফুলের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- রুলে তাও জানতে চেয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, ডিসি নর্থ, এসি গুলশান, থানার ওসি ও হাসপাতালের ব্যবস্থপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে। দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনে প্রচারিত সংবাদ বিবেচনায় নিয়ে আদালত এ আদেশ দেয় বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান। প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এক নারীকে যৌন নির্যাতন করেন সাইফুল। হাসপাতাল কর্তৃপক্ষ এর মধ্যে তাকে বরখাস্ত করেছে বলে যুগান্তরের ওই প্রতিবেদনে বলা হয়েছে।
×