ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সিমেন্ট খাতের তেজিভাব

প্রকাশিত: ০০:৫২, ৩ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে সিমেন্ট খাতের তেজিভাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ বৃহস্পতিবারে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের প্রতিষ্ঠানগুলোর তেজিভাব দেখা গেছে। দীর্ঘদিন পরে খাতটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৭টি কোম্পানিরই শেয়ারদর উত্থানের মধ্যদিয়ে শেষ হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিগুলোর শেয়ারদর পর্যবেক্ষণে এমন তথ্য জানা গেছে। সিমেন্ট খাতের কোম্পানির মধ্যে দিনটিতে এমআই সিমেন্টের দর সবচেয়ে বেশি বেড়েছে। দর পরিবর্তনের দিক থেকে এরপর রয়েছে যথাক্রমে প্রিমিয়ার সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট, আরামিট সিমেন্ট, মেঘনা সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট ও হাইডেলবার্গ সিমেন্ট। এমআই সিমেন্ট ॥ শেয়ারটির দর ৭ টাকা ৬০ পয়সা বেড়েছে। এর ফলে পরিবর্তন হয়েছে ৯ দশমিক ০২ শতাংশ। যা দরবৃদ্ধির সর্বোচ্চ সীমার কাছাকাছি। শেয়ারটির লেনদেন শুরু হয় ৮৫ টাকায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৯১ টাকা ৯০ পয়সায়। আগের দিন সমন্বয় মূল্য বা ক্লোজিং প্রাইস ছিল ৮৪ টাকা ৩০ পয়সা। প্রিমিয়ার সিমেন্ট ॥ সিমেন্টটির দর ৬ টাকা ৪০ পয়সা বেড়েছে। এর ফলে পরিবর্তন হয়েছে ৮ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটির লেনদেন শুরু হয় ৮৪ টাকায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৮৪ টাকা ৫০ পয়সায়। আগের দিন সমন্বয় মূল্য ছিল ৭৮ টাকা ১০ পয়সা। কনফিডেন্স সিমেন্ট ॥ কোম্পানিটির দর ৫ টাকা ৯০ পয়সা বেড়েছে। এর ফলে পরিবর্তন হয়েছে ৭ দশমিক ১০ শতাংশ। শেয়ারটির লেনদেন শুরু হয় ৭৯ টাকা ৬০ পয়সায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৮৯ টাকায়। আগের দিন সমন্বয় মূল্য ছিল ৮৩ টাকা ১০ পয়সা। আরামিট সিমেন্ট ॥ এটির দর ২ টাকা ৫০ পয়সা বেড়েছে। এর ফলে পরিবর্তন হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটির লেনদেন শুরু হয় ৩৬ টাকা ৩০ পয়সায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৩৮ টাকা ৭০ পয়সায়। বুধ্বারের সমন্বয় মূল্য ছিল ৩৬ টাকা ২০ পয়সা। মেঘনা সিমেন্ট ॥ সিমেন্টটির দর ৬ টাকা ৭০ পয়সা বেড়েছে। এর ফলে পরিবর্তন হয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটির লেনদেন শুরু হয় ১০১ টাকা ৯০ পয়সায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ১০৬ টাকা ৩০ পয়সায়। আগের দিন সমন্বয় শেষে মূল্য ছিল ৯৯ টাকা ৬০ পয়সা। লাফার্জ সুরমা ॥ এটিরও দর ৩ টাকা ৯০ পয়সা বেড়েছে। এর ফলে পরিবর্তন হয়েছে ৪ দশমিক ৭৮ শতাংশ। শেয়ারটির লেনদেন শুরু হয় ৮১ টাকা ৪০ পয়সায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৮৫ টাকা ৫০ পয়সায়। বুধবারে কোম্পানিটির দর ছিল ৮১ টাকা ৬০ পয়সা। হাইডেলবার্গ সিমেন্ট ॥ কোম্পানিটির দর বেড়েছে ১৬ টাকা ২০ পয়সা। এর ফলে পরিবর্তন হয়েছে ২ দশমিক ৮৯ শতাংশ। শেয়ারটির লেনদেন শুরু হয় ৫৬৯ টাকা ৭০ পয়সায় এবং সর্বশেষ লেনদেন হয়েছে ৫৭৬ টাকা ৯০ পয়সায়। আগের দিন সমন্বয় মূল্য ছিল ৫৬০ টাকা ৭০ পয়সা।
×