ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন কোম্পানির লেনদেন বন্ধ রবিবার

প্রকাশিত: ০৪:০৬, ৪ ডিসেম্বর ২০১৫

তিন কোম্পানির লেনদেন বন্ধ রবিবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত রাখবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি। এগুলো হলো- আফতাব অটো, ফারইস্ট নিটিং এবং রহিমা ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আগামী রবিবার কোম্পানি তিনটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। আর এ কারণে লেনদেন স্থগিত করছে এসব কোম্পানির পরিচালনা পরিষদ। আগামী ৭ ডিসেম্বর সোমবার থেকে এসব কোম্পানির লেনদেন যথানিয়মে চলবে। ট্রেডিং কোড পরিবর্তন করেছে ইউসিবি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। কোম্পানির নতুন ট্রেডিং কোড হয়েছে টঈই। বৃহস্পতিবার থেকে কোম্পানিটির ট্রেডিং কোড পরিবর্তনের বিষয়টি কার্যকর হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বিষয়টি ইতোমধ্যে ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত হয়েছে। কোম্পনিটির ট্রেডিং কোড টঈইখ-এর পরিবর্ততে নতুন কোড হয়েছে টঈই। -অর্থনৈতিক রিপোর্টার
×