ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশী আটক

প্রকাশিত: ০৮:০২, ৪ ডিসেম্বর ২০১৫

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশী আটক

বিডিনিউজ ॥ মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৮৯ বিদেশীকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ১৫ বাংলাদেশী। মঙ্গলবার কেদাহ প্রদেশের এক প্রাইউড কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মালয়েশিয়ার দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে। কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম বলেন, ধারণা করা হচ্ছে, ওই কারখানায় চীনে তৈরি প্রাইউড প্রক্রিয়াজাতকরণ যন্ত্র সারাই করতে তাদের কারিগর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এই বিদেশীদের আশ্রয় দেয়ার অভিযোগে এক মালয়েশীয়কেও আটক করা হয়েছে বলে জানান ইউসরি। তাদের মধ্যে বাংলাদেশ ছাড়া আরও সাতটি দেশের নাগরিক রয়েছে, যাদের ২৬ নেপালী, ২১ ইন্দোনেশীয়, ২১ ভিয়েতনামী, দু’জন চীনা, দু’জন পাকিস্তানী, একজন কম্বোডীয় ও একজন মিয়ানমারের নাগরিক। এর আগে ২৭ নবেম্বর একই প্রদেশে ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ বাংলাদেশীকে আটক করে অভিবাসন বিভাগ।
×