ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋণ ও সনদপত্র বিতরণ

প্রকাশিত: ২১:১১, ৪ ডিসেম্বর ২০১৫

খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের সুদমুক্ত ঋণ ও  সনদপত্র বিতরণ

পার্বত্যাঞ্চলপ্রতিনিধি,খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে ৮২ জন প্রতিবন্ধী ব্যক্তি ও ঋণ গ্রহীতাদের মাঝে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। এছাড়া ১০ জন সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়। আজ শক্রবার সকালে শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ ও সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অমল বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, শহর সমাজসেবা কার্র্যক্রমে সমন্বয় পরিষদের সভাপতি এস এম শফি, উন্নয়ন সংস্থা জাবারাং কল্যান সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সমাজ সেবা অফিসার রোকেয়া বেগম। অনুষ্ঠানে ২০ জন প্রতিবন্ধীসহ মোট ৮২ জনের মাঝে সুদমুক্ত ১২ লক্ষ ১৫ হাজার টাকা বিতরণ করা হয়।
×