ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্যারিসে হামলার ব্যয় মাত্র ৩২ হাজার মার্কিন ডলার

প্রকাশিত: ২১:৩০, ৪ ডিসেম্বর ২০১৫

প্যারিসে হামলার ব্যয় মাত্র ৩২ হাজার মার্কিন ডলার

অনলাইন ডেস্ক ॥ প্যারিসে হামলা চালাতে জঙ্গিদের ৩০ হাজার ইউরোর (৩২ হাজার মার্কিন ডলার) বেশী ব্যয় করতে হয়নি বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ফ্রান্স একথা জানায়। ফ্রান্সের অর্থমন্ত্রী মিশেল সাপিন এক সংবাদ সম্মেলনে বলেন, হামলাকারীরা ‘অল্প অল্প করে সঞ্চয়’ করে এ হামলার অর্থায়ন করে। প্রিপেইড ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে তারা এ কাজ করে। সাপিন বলেন, ‘সর্বশেষ এ হামলার অর্থায়নে যে ব্যয় হয়েছে তা কোনভাবেই ৩০ হাজার ইউরোর বেশী নয়।’ তিনি আরো জানান, এর মানে হচ্ছে জঙ্গিদের হামলার প্রস্তুতির জন্য কোন বড় অংকের অর্থের প্রয়োজন পড়ে না। ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা ট্রাকফিন জানায়, এ হামলার ৪৮ ঘন্টা আগে হামলাকারীরা গাড়ি ও অ্যাপার্টমেন্ট ভাড়ার জন্য এসব প্রিপেইড কার্ড ব্যবহার করে।
×