ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ॥ ঘাতক স্বামী আটক

প্রকাশিত: ২২:১৮, ৪ ডিসেম্বর ২০১৫

মাদারীপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ॥ ঘাতক স্বামী আটক

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ যৌতুক ও নেশার টাকার জন্য রাজৈর উপজেলার মোল্লাকান্দি ভাড়া বাড়িতে বৃহস্পতিবার রাতে বানেছা বেগম (২০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী জহুরুল হক মোল্লা। পুলিশ শুক্রবার সকালে নিহত গৃহবধূর লাশ উদ্ধার ও ঘাতক স্বামী আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজৈরের মজুমদার কান্দি গ্রামের মৃত আলকাস শেখের মেয়ে বানেছার সাথে বেশ কয়েক বছর পুর্বে একই উপজেলার আলমদস্তার গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে জহুরুল হকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক ও নেশার টাকার জন্য স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই যৌতুক ও নেশার টাকাকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে বানেছাকে শ্বাসরোধ করে হত্যা করে জহুরুল। শুক্রবার সকালে বানেছার মেয়ে কান্নাকাটি করে স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। রাজৈর থানা পুলিশ সকালে বানেছার লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক স্বামীকে আটক করে।
×