ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: ২২:৫৭, ৪ ডিসেম্বর ২০১৫

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ প্লাস্টিক বস্তায় চাউল বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিংস রাখার অপরাধে শুক্রবার ঠাকুরগাঁওয়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এ আদালত পরিচালনা করেন। এসময় শহরের কালীবাড়ি বাজারের কয়েকটি দোকানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ কোল্ড ড্রিংস রাখার অপরাধে ও প্লাস্টিক বস্তায় চাউল বিক্রির কারণে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক মাহবুবুল হক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে।
×