ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জ শহরকে ক্লিন ও গ্রীণ করার আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রকাশিত: ২৩:৩৮, ৪ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জ শহরকে ক্লিন ও গ্রীণ করার আনুষ্ঠানিক যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ ‘ভিআইপি’ জেলা শহর কিশোরগঞ্জকে সি.কে, জি.কে অর্থাৎ ক্লিন কিশোরগঞ্জ ও গ্রীণ কিশোরগঞ্জ করার প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়েছে। শুক্রবার সকালে শহরের গৌরাঙ্গ বাজারে এ প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবীর হোসেন। এ সময় পরিচ্ছন্ন কর্মীদের সাথে ঝাড়– হাতে অতিথিরাও পরিচ্ছন্ন কাজে অংশ নেন। পরে স্থাীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। উদ্বোধনের পর জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার শত শত মানুষের অংশগ্রহণে সচেতনতায় শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা প্রশাসক জানান, জেলা প্রশাসনের তত্বাবধানে ২০১৬ সালের সারা বছরব্যাপী এ প্রকল্পের কাজ চলবে। তিনি কিশোরগঞ্জ পৌরসভা থেকে এ প্রকল্প সারা জেলায় ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন।
×