ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে দুস্থ মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী সেবা কার্যক্রম

প্রকাশিত: ২৩:৪০, ৪ ডিসেম্বর ২০১৫

কিশোরগঞ্জে দুস্থ মেধাবী শিক্ষার্থী ও  মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী সেবা কার্যক্রম

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে লায়ন ক্লাবের উদ্যোগে অসহায় দুস্থ মেধাবী শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের মাঝে দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে প্রধান অতিথি দেশের খ্যাতিমান লায়ন শেখ কবির হোসেন মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে এ চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক মোঃ জিল্লুর রহমান, জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এমএ আফজল, জেলা মুক্তিযোদ্ধা কমা-ার আসাদ উল্লাহ, জেলা গভর্ণর লায়ন স্বদেশ রঞ্জন সাহা, আইপিডিজি লায়ন এএফএস রইস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ স্থানীয় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলার সাড়ে ৪ হাজার প্রাইমারী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগসহ শিক্ষাসামগ্রী ও দুস্থদের মধ্যে ৮০টি সেলাই মেশিন এবং ৪০টি হুইল চেয়ার বিতরণ করেন।
×